ডাঃ সুকুমার হাঁসদার প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক ডাঃ সুকুমার হাঁসদার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুকুমার হাঁসদার প্রতি শোক জানিয়ে লেখেন , ডাঃ হাঁসদা তাঁর সারা জীবন আদিবাসীদের উন্নয়নব্রতে উৎসর্গ করেছিলেন। আদিবাসী আন্দোলনে ও আদিবাসী মানুষের কল্যাণসাধনে তাঁর ভূমিকা ও অবদান ছিল বিরাট। আদিবাসী সমাজের অভ্যন্তরে থেকে তিনি তাঁদের বিকাশে নিজের জীবন অতিবাহিত করেন। তিনি ঝাড়গ্রাম কেন্দ্র থেকে দুবার বিধায়ক নির্বাচিত হন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন। আমি সুকুমার হাঁসদার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আরও পড়ুন ঃ আগামীকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের প্রসঙ্গত , বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ প্রয়াত হন ডাঃ সুকুমার হাঁসদা। বর্তমান রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের মৃত্যুতে ঝাড়গ্রামে শোকের ছায়া নেমে আসে। ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঝাড়গ্রাম বিধানসভা থেকে নির্বাচিত হয়ে তিনি রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ শুরু করেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ঝাড়গ্রাম থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি ডেপুটি স্পিকার হন। বর্তমানে তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার সুকুমার হাঁসদার বাবা ছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধ হাঁসদা, তার শ্বশুরমশাই ছিলেন রাজ্যের একসময় মন্ত্রী । তার স্ত্রী , ছেলে ও মেয়ে রয়েছে।